মাদ্রাসা বলতে আমরা সাধারণত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝি। বাংলাদেশে মাদ্রাসা গুলোতে ইসলাম ধর্ম ও আরবী ভাষা শিক্ষার পাশাপাশি মানবিক, বিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিষয় গুলোকেও পড়ানো হয়। মাদ্রাসা শিক্ষা কোন একমুখী শিক্ষা ব্যবস্থা নয়। মাদ্রাসা শিক্ষার মধ্যে রয়েছে অনেক ধারা ও উপধারা। মাদ্রাসা ও সাধারণ শিক্ষা পদ্ধতির মধ্যে দূরত্ব কমিয়ে আনা প্রয়োজন। মাদ্রাসা পড়ুয়ারাও আমাদের সমাজের অংশ। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ অক্ষুন্ন রেখে তাহাদের মতামত ও সন্তোষ্টিকে সম্মান করে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আসতে পারলে তারা সমৃদ্ধ জাতি গঠনে অবিচ্ছেদ্য কারিগর হিসাবে ভূমিকা রাখতে পারবে। ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা। তাই আমাদের সন্তানকে সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি পরিপূর্ন ইসলামী শিক্ষা দানের ব্যবস্থা করা নৈতিক দায়িত্ব।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত মাদ্রাসা কতৃপক্ষ