cropped-Screenshot_5-removebg-preview.png
Image Slide 1
Image Slide 1
Image Slide 1
সংক্ষিপ্ত ইতিহাস

আলহাজ্ব আতিক আম্বিয়া দাখিল মাদ্রাসা

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলাধীন  ১১ নং চিরাং ইউনিয়নের  অর্ন্তগত  বাট্রা গ্রামে অত্যান্ত  সুন্দর, নিরিবিলি ও মনোরম পরিবেশে সরকারী তহসিল অফিস সংলগ্ন “আলহাজ্ব আতিক আম্বিয়া দাখিল মাদ্রাসাটি” অবস্থিত। মাদ্রাসার পাশে রয়েছে পাকা রাস্তা, সবুজ চত্তর, পুষ্পকুন্জ এক অপরুপ প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলেছে যা ছাত্র- ছাত্রীদের মাদ্রাসায় উপস্থিতির ক্ষেত্রে আকর্ষন সৃষ্টি করে।

১১নং চিরাং ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একজন সু-পরিচিত সমাজ সেবক , শিক্ষানুরাগী ব্যাক্তি ছিলেন। তিনি কেন্দুয়া সরকারী কলেজ, কেন্দুয়া জয়হরী স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া সাবেরুনন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য ও সভাপতি হিসাবে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করে গেছেন। তিনি বাট্রা গ্রামের একজন কৃতি সন্তান ছিলেন। তিনি জীবদ্দশায় এলাকার সকল মানুষের সার্বিক উন্নয়নকল্পে সচেষ্ট ছিলেন। সমাজের বিভিন্ন স্তরে তার সরব উপস্থিতি ছিল। তিনি এলাকার কোমলমতি ছেলে- মেয়েদের কথা চিন্তা করে ১৯৯৩ সনে তার প্রয়াত পিতার নামে নিজ গ্রামে নামধর ভূঞা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি চিরাং বাজার শাহী জামে মসজিদ প্রতিষ্ঠা সহ এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।  তিনি এলাকার জন সাধারনের ক্রমবর্ধমান চাহিদা পূরনে  এবং পিছিয়ে পড়া ছেলে মেয়েদের কথা চিন্তা করে স্কুল, কলেজ,  ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তিনি গত- ১৫.০৩.২০০২ইং তারিখ মৃত্যু বরণ করেন।

আদর্শ সুশীল সমাজ গঠন, সুন্দর সমৃদ্ধশালী দেশ গঠনে শিক্ষার বিকল্প নাই। সে রকম শিক্ষার দর্শন লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখে প্রয়াত পিতার স্বপ্ন পিতার স্বপ্ন পূরনে তার বড় সন্তান চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ নাজমুল হক ভূঞ (কচি)  তার পিতা ও মাতার নামে ধর্মীয় শিক্ষার উন্নয়নে একটি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষে কেন্দুয়াস্থ চেয়ারম্যান বাড়ি বাস ভবনে বাট্রা গ্রামবাসী ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গকে নিয়ে একমত বিনিময় সভার আয়োজন করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাট্রা তথা অত্র এলাকার সুনামধন্য ব্যক্তি মাওলানা আব্দুর করিম খান। উক্ত সভায় সকলের ঐকমতে “ আলহাজ্ব আতিক আম্বিয়া দাখিল মাদ্রাসা ” নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে এডভোকেট মোঃ নাজমুল হক ভূঞা (কচি) সাহেব কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান । তিনি নিজ গ্রামে ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের ঐক্যমতের প্রতি সম্মান প্রদর্শন করে আশ্বস্থ করেন যে, আপনাদের সকলের সহোযোগীতা পেলে একটি মান সম্পন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য এককভাবে আমাদের পরিবার থেকে প্রয়োজনীয় ভূমি ও অর্থের যোগান দেয়া হবে । এ লক্ষ্যে নয় সদস্য বিশিষ্ঠ একটি সংগঠনিক ও বাস্তবায়ন কমিটি এবং ভবিষ্যতে ট্রাষ্টের মাধ্যমে পরিচালনার লক্ষে সাত সদস্য বিশিষ্ঠ “ ভূঞা কল্যান ট্রাষ্ট ” গঠন করা হয় । অতঃপর ২০০২ সন হইতে “ আলহাজ্ব আতিক আম্বিয়া দাখিল মাদ্রাসা ” নামে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ।

মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূঞার  উত্তরাধিকারী গন যথাক্রমে  (১) স্ত্রী- আলহাজ্ব আম্বিয়া রহমান ভূঞা (২) ছেলে- এডভোকেট মোঃ নাজমুল হক ভূঞা (কচি) (৩) প্রয়াত মোঃ এনামুল হক ভূঞা (৪) ডাঃ মোঃ আমিনুল হক ভূঞা (৫) মোঃ সাজেদুল হক ভূঞা (৬) মেয়ে- মিমি ফারহানা হক (৭) সাবিয়া হক, নিজ গ্রামে বাট্রাতহসিল অফিস সংলগ্ন অত্যন্ত মূল্যবান ৭৫ শতাংশ ভূমি প্রতিষ্ঠানের নামে রেজিষ্ট্রি দলিল মূলে হস্তান্তার করেন । তাহাদের সম্পূর্ন নিজস্ব অর্থায়নে সরকারী বিধি-বিধান অনুসরন করে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয় । মাদ্রাসাটিতে প্রথম শ্রেণী থেকে দাখিল শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে ।

“ আলহাজ্ব আতিক আম্বিয়া দাখিল মাদ্রাসাটি ” অত্র এলাকা ‍তথা চিরাং ইউনিয়নের মধ্যে সুনামধন্য একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান । নীতিনৈতিকতা সম্পন্ন সমাজ গড়ার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের আগামী দিনের কর্তব্য পরায়ন ও দায়িত্বশীল সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য মূল্যবোধ ভিত্তিক ধর্মীয় ও উন্নত আদর্শ শিক্ষাদান করাই মাদ্রাসার মূল উদ্দেশ্য ।

আলহাজ্ব আতিক আম্বিয়া দাখিল মাদ্রাসা
সম্পাদনায়
যোগাযোগ
সামাজিক যোগাযোগ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত মাদ্রাসা কতৃপক্ষ